কিশোরগঞ্জে শেখ হাসিনাসহ ৮৮ জনের নামে মামলা

3

কাজির বাজার ডেস্ক

কিশোরগঞ্জ জেলা শহরের বাসিন্দা আওয়ামী লীগ নেতা সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় আগুন দিয়ে দু’জনকে পুড়িয়ে হত্যা এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি, বত্রিশ এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে শুক্রবার (৩০ আগস্ট) কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলাটি দায়ের করেন।
গত ৪ আগস্ট সৈয়দ টিটুর বাসায় আগুন লাগিয়ে দুজনকে পুড়িয়ে হত্যা এবং শহরের স্টেশন রোডে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাটি ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলার এজাহারে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।