তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা ও টাক্সফোর্স কমিটির সদস্যদের তামাক নিয়ন্ত্রণ আইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা হয়।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসির উল্লাহর পরিচালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর যুগ্ম সচিব ও সম্বয়নয়কারী মো. খায়রুল আলম সেখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রুল আলম সেখ বলেন, নিজেদেরকে এবং আগামী প্রজন্মকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কোন বিকল্প নেই। এর সাথে শিশুদেরকে কোনভাবেই সম্পৃক্ত করা যাবেনা। অনেক দোকানে তামাকজাত পণ্য ক্রয় বিক্রয়ে শিশুদেরও ব্যবহার করা হয়। তিনি বলেন, যদি কোন দোকান শিশুদের ব্যবহার করেন তবে তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সেই দোকানকে ৫ হাজার টাকা এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে পুনরায় করলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। তিনি বলেন, সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান বন্ধে পদক্ষেপ গ্রহণ করা দরকার। তামাকের কারণে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ মারা যায় এবং তামাকজনিত রোগের চিকিৎসার ব্যয় বছরে প্রায় ৩৩ হাজার কোটি টাকা। সিলেট জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এজন্য সভায় উপস্থিত সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাদের প্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়।
বক্তব্য রাখেন সিভিল সার্জন সিলেট ডা. প্রেমানন্দ মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল প্রোগাম অফিসার আমিনুল ইসলাম সুজন।
অন্যান্যের মধ্যে সিলেট সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আইন বাস্তবায়ন, কর্তৃক প্রাপ্ত কর্মকর্তা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত জেলা টাস্ককোর্স কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি