গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং ২০ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার বিক্ষোভ

9
গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং ২০ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার বিক্ষোভ।

শ্রম আইন ও বিধিমালায় শ্রমিক স্বার্থ বিরোধী অগণতান্ত্রিক ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং ২০ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যেগে এক বিক্ষোভ মিছিল কীনব্রিজ পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন আহমদ, পূর্বাঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির অন্যতম নেতা শুভ আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন রাজু প্রমুখ। বিজ্ঞপ্তি