এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে পারাইরচকে রাস্তা থেকে ৫০০-৬০০ দূরে ফেলা হবে ময়লা-আবর্জনা

5

কাজিরবাজার ডেস্ক :
সিলেট সিটি কর্পোরেশন এলাকার ময়লা-আবর্জনা ফেলা হয় দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায়। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশেই এসব ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়িয়ে যায় রাস্তা ও আশপাশের এলাকায়।
এই সমস্যা সমাধানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে কথা বলেছেন সিলেট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
এখন থেকে মূল সড়কের ৫০০ থেকে ৬০০ মিটার দূরে ময়লা-আবর্জনা ফেলা হবে বলে এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি।
এ বিষয়ে বুধবার রাতে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এমপি হাবিব বলেন, ‘দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় সিলেট সিটির ময়লা-আবর্জনা এখন থেকে মূল সড়কের ৫০০ থেকে ৬০০ মিটার দূরে ফেলা হবে। এবং আগামি ৬ মাসের ভিতরে তা ডাম্পিং জোন করা হবে। এতে দক্ষিণ সুরমার মানুষের ভোগান্তি লাঘব হবে বলে আমি মনে করি।
দক্ষিণ সুরমার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে এ ব্যপারে আমার কথা হয়েছে।
এছাড়াও দক্ষিল সুরমা টেকনিক্যাল রোডের শাহপরাণ মিলের সামনের রাস্তা দ্রুত সংস্কার করা হবে বলে মেয়র সাহেব আমাকে আশ্বাস দিয়েছেন। আশা করি শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।’