বিশিষ্ট সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী সংক্ষিপ্ত সফরে দেশে আসছেন

38

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক সাপ্তাহিক সিলেট এর সম্পাদক খয়রুন্নেছা-বশীর ফাউন্ডেশনের (ইউএসএ) এর চেয়ারপার্সন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার কণ্ঠ এর সহকারী সম্পাদক, নিউইয়র্ক’র বাফোলো থেকে প্রকাশিত বাফোলো বাংলা পত্রিকার উপদেষ্টা ফররুখ আহমদ চৌধুরী (ফখরু) আগামী ২৩ মার্চ এক সংক্ষিপ্ত সফরে দেশে আসছেন। ২৫ মার্চ তিনি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। পরদিন ২৬ মার্চ ঢাকা থেকে তিনি সিলেট পৌঁছবেন।
দেশে অবস্থানকালে প্রবীণ এই সাংবাদিক সিলেটের সাংবাদিক সুধীজন সহ বিভিন্ন মহলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
উল্লেখ্য সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী (ফকরু) সিলেটের সাংবাদিক সহ সর্বমহলের কাছে পরিচিত একজন মানুষ। তিনি সিলেটে থাকাকালে সাংবাদিকতা করতে গিয়ে নানা সময়ে বিভিন্ন রকম হুমকি ধামকি সহ মামলা মোকদ্দমার শিকার হয়েছেন। কারণ বিভিন্ন সময় তার নানা সংবাদ বিভিন্ন মহলের মুখোশ উন্মোচন করেছিলো। অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে তিনি ছিলেন এক বলিষ্ঠ ও সাহসী কন্ঠসর। সাংবাদিকা জীবনে ফররুখ আহমদ কখন কারও কাছে মাথা নত করেননি। যা এখনও অব্যাহত রয়েছে। শুধু তাই নয় প্রবীণ এই সাংবাদিক বিগত করোনার মহাসংকটকালে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালেও সিলেটের সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছিলেন। যথা সম্ভব তাদের সাহায্য সহযোগিতা করেছেন। পাশাপাশি অসুস্থ অনেক সাংবাদিককে তাদের চিকিৎসার জন্য নানাভাবে আর্থিক সহযোগিতা করেছেন। সিলেটের সাংবাদিকদের কাছে অত্যন্ত প্রিয় অন্তপ্রাণ এই সাংবাদিকের দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশে আগমনের খবরে অনেকেই খুশি হয়েছেন। তারা বলছেন তার মতো সাংবাদিক আজ-কাল খুব একটা দেখা যায় না। তারা বলছেন তিনি যে ভাবে বিপদ আপদে সাংবাদিকদের পাশে দাঁড়ান এটা অনেকের জন্যই অনুকরনিয় হতে পারে। বিজ্ঞপ্তি