মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ২০১৯-২০ অর্থবছরের আন্তর্জাতিক চা নিলাম সোমবার (২০ মে) অনুষ্ঠিত হয়েছে। তবে মৌসুমের প্রথম নিলামটি অনুষ্ঠিত হয়েছিলো চট্টগ্রামে; চলতি বছরের ৩০ এপ্রিল।
প্রায় দেড় শতাধিক চায়ের ক্রেতা এ নিলামে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) যুগ্ম সচিব এবং সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল বলেন, শ্রীমঙ্গলে এ মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। নয়টি ব্রোকার্স এতে অংশগ্রহণ করেছে।
প্রডিউস ব্রোকার্স, ন্যাশনাল ব্রোকার্স, প্লেন্টার্স ব্রোকার্স, পূর্ব বাংলা ব্রোকার্স, ইউনিটি ব্রোকার্স, প্রগ্রেসিভ ব্রোকার্স, কেএস ব্রোকার্স, এসটি ব্রোকার্স এবং শ্রীমঙ্গল ব্রোকার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ চা নিলামে অংশ নিয়েছে বলে টিপিটিএবির যুগ্ম সচিব কাওছার ইকবাল জানান।
২০১৮ সালের ১৪ মে শ্রীমঙ্গলে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছিলো।