প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসে শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন সহ ৪ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা হতে ১২ টা পর্যন্ত সিলেটের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন সড়কে প্রকৌশলী সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ৪টি মন্ত্রণালয়ে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।
প্রকৌশলী সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, সিলেট জেলা শাখার আহ্বায়ক প্রশান্ত কুমার চৌধুরী, আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মো: নজরুল হোসেন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, কপিডিপ্রকৌস’র সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, রাজীব কর্মকার, কামাল হোসেন মজুমদার, সড়ক ও জনপদ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সদস্য সালা উদ্দিন, মাহমুদুল আজিম, সাইদুর রহমান, মাহমুদুর রহমান জাকারিয়া, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ডিপ্রকৌস এর সাবেক সভাপতি নুরুল হুদা চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির মো: আবু বক্কর সিদ্দিক, উজ্জ্বল বখত, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সড়ক ও জনপদ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ সহ অন্যান্য সদস্য প্রকৌশলী, সকল সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষক-পেশাজীবী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি