সিলেট অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন বলেছেন, কর প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করে দেশের রাজস্ব খাতকে আরো বেশি করে সমৃদ্ধ করতে হবে। কর আদায়ে জনগণের সম্পৃক্ততার লক্ষ্যে কর আইনজীবীগণ অবদান রাখছেন।
তিনি গত ২৩ জানুয়ারী বুধবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনযোগী হওয়ার আহবান জানান।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বাব অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেটের যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবিদ আলী চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ।
সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী খোকন ও নির্বাচন কমিশনার এডভোকেট ফজলুর রহমান শিপু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ আবুল ফজল ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম পাঠান। বিজ্ঞপ্তি