ভাদ্রের রাত

24

আহমাদ কাউসার :

ভাদ্রমাসে পূর্ণিমার চাঁদ
নীল আকাশে হাসে
পুকুর জলে ঢেউয়ের সাথে
চাঁদের আলো ভাসে।

বাঁশ বাগানের ফাঁকে ফাঁকে
জোনাক জ্বালে বাতি
গাছের ডালে পাখিরা সব
করছে মাতামাতি।

ঝিঁঝি ডাকে তালে তালে
লাগছে কতো মধুর
হুতোমপেঁচা ঘরের চালে
উড়ছে কলাবাদুড়।