দুইদিন পর বাসায় ফিরলেন ড. মোমেন

9

কাজির বাজার ডেস্ক

ঢাকার সিএমএইচে দুইদিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার বাসায় ফিরেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, ড. মোমেনের ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল। জুয়েল জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন এখন সুস্থ বলে জানান তিনি।
এর আগে গত ১১ জুন মঙ্গলবার নির্বাচনী এলাকা সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। প্রথমে সিলেট সিএমএইচে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকার সিএমএইচে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।