স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতার স্থপতি, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর সোমাবার বেলা ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. শাহজাহান খান এমপি, বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমদ সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১ সেপ্টেম্বর) সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে এবং সিলেটের ১৩ থানার কমান্ডারবৃন্দকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় জেলা ও মহানগরের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের উপস্থিত থাকার আহ্বান জানান জেলা ইউনিটের কমান্ডার ও জাফলং ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ও মহানগর ইউনিট কমান্ডের কমান্ডর ভবেতাষ বর্মন (রানা)।
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের কমান্ডার ও জাফলং ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার পরিচালনায় কদমতলী বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত মতবিনিময়ে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবেতাষ বর্মন (রানা), বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাজী মখলিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলজার খান, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিংহ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিয়ানীবাজার থানা কমান্ডার আতাউর রহমান খান, জকিগঞ্জ উপজেলা কমান্ডার ও সাবেক মেয়র খলিল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, সিলেট সদর উপজেলা কমান্ডার হাজী এরশাদ আলী, ফেঞ্চুগঞ্জ উপেজলা ডেপুটি কমান্ডার বাচ্চু মিয়া, বিশ্বনাথ উপজেলা কমান্ডার তৈয়ব আলী, বালাগঞ্জ উপজেলা কমান্ডার করুণাময় পাল, ওসমানীনগর থানা কমান্ডার আফতাব আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা কমান্ডার মতি লাল মোহন্ত, গোয়াইনঘাট কমান্ডার আব্দুল মালিক, জৈন্তা কমান্ডার আব্দুর রশীদ, কানাইঘাট কমান্ডার নুরুল হক, দক্ষিণ সুরমা কমান্ডার শফিক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি