কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

44
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাবলী নিয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

গত ২৭ জানুয়ারি রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট চেম্বার এর সমন্বয়ে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে শ্রম আইন বিষয়ে সিলেটের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ ও কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক হিমন কুমার সাহা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বন্দীপ কুমার সিংহ, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির আহবায়ক নুরুল ইসলাম, পরিচালক মুকির হোসেন চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি মোঃ হুরায়রা ইফতার হোসেন, বিসিক সিলেট এর জিএম সৈয়দ শমসের হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ড. মোছাঃ কোহিনুর বেগম, বিসিক শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বেলাল উদ্দিন আহমদ, বিসিক শিল্প মালিক সমিতি সিলেটের সেক্রেটারী আলীমুল এহসান চৌধুরী, এম আহমদ টি এন্ড ল্যান্ডস কোম্পানীর তেহসিন চৌধুরী, সিলেট মিষ্টান্ন মালিক সমিতি, হোটেল এন্ড গেস্ট হাউজ ওউনার্স গ্রুপ, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশন, জালালাবাদ রাইছ মিল মালিক কল্যাণ সমিতি, পূর্ব জিন্দাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, কল-কারাখানা অধিদপ্তর ও বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ। বিজ্ঞপ্তি