খাদিমনগর চা বাগানে শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ

12

ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেছেন, উৎসবে গীতা বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানসিকতার সুপ্রসার ঘটবে। এর ফলে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা লাভের পরিবেশ তৈরি হবে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে সিলেটের খাদিমনগর চা-বাগানে সহগ্রাধিক শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে গীতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দোলন কর্মকারের সভাপতিত্বে ও পদ্মলোচন শ্যাম দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, সংকীর্তন নিতাই দাস ব্রহ্মচারী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিতেন্দ্রিয় অধিকারী জিতেন্দ্রনাথ অধিকারী, বিশ্বজিৎ সরকার, মহানিতাই দাস ব্রহ্মচারী, সুহৃদ গৌর দাস, মোহন গোবিন্দ দাস, মহাসংকীর্তন দাস, শালগ্রাম গোবিন্দ দাস প্রমুখ। বিজ্ঞপ্তি