বিভিন্ন স্থানে র‌্যাবের অভিযানে ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

9

স্টাফ রিপোর্টার :
সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গত শনিবার ও রবিবার বিভিন্ন সময়ে এ অভিযান চালায় র‌্যাব। এ সময় এদের কাছ থেকে ৩৩ বোতল বিদেশি মদ ও ৩৫৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। গতকাল সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এসব তথ্য জানায়।
সিলেট : শনিবার রাত ১১টার দিকে র‌্যাব-৯ এর একটি দল এয়ারপোর্ট থানার খাদিম চা বাগান এলাকার উত্তর লাইন গ্রামে অভিযান চালিয়ে মো. জবুল নূর (৫৫) ও রুহেল আহমদ (২৭), মো. বাবুল (৫০) ও মো. সোহাগ মিয়া (২৭) নামের চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করে র‌্যাব। একই দিন রাত ১০টার দিকে র‌্যাব-৯ এর একটি দল এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকার শাওতালপাড়া গ্রামে অভিযান চালিয়ে রুহেল আহমদ (৩১) ও মো. বদরুল ইসলাম (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এদিকে, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৯ এর একটি দল এয়ারপোর্ট থানার বুরজান চা বাগান এলাকার পাক্কালাইন গ্রামে অভিযান চালিয়ে মো. সুরুজ মিয়া (৪৫), মো. ফয়জুল হক (২৬) ও মো. সাদেক (২৪) নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে র‌্যাব।
হবিগঞ্জ : গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-৯ এর একটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মাঠলাইন গ্রামে অভিযান চালিয়ে ১৭০ লিটার দেশি মদসহ পেশাদার মাদকব্যবসায়ী সঞ্জয় তেলেঙ্গা (২৭)-কে গ্রেফতার করে।
মৌলভীবাজার : গত রবিবার বেলা আড়াইটার দিকে র‌্যাব-৯ এর একটি দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সদর ইউনিয়নের মেসার্স নাহার ট্রেডিং নামক পেট্টল পাম্পের সামনে থেকে ৫৫ লিটার দেশীয় মদসহ মো. এনামুল হক (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। একই দিন দুপুর দেড়টার দিকে র‌্যাব-৯ এর একটি দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গল পৌরসভার ভানুগাছ রোড থেকে ৫০ লিটার দেশি মদসহ বুল্লুরিকাশন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এর আগের দিন শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯ এর একটি দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ধলুছড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশি মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।