জিল্লুর রহমান পাটোয়ারী
খুকি যাবে বৈশাখ মেলায়,
সাজে নতুন সাজ –
সকাল থেকে ব্যস্ত খুকি,
হুঁশ পায় না আজ।
নতুন পোশাক গায়ে খুকির,
বৈশাখ মেলায় যাবে –
খেলনা পুতুল হাঁড়ি কিনবে,
মিষ্টি সন্দেশ খাবে।
নাগর দোলায় চড়ে খুকি,
খুব আনন্দ পাবে –
সকাল থেকে সাজে খুকি,
কখন মেলায় যাবে।
মেলায় গিয়ে খেলবে খুকি,
বাঁধবে নূপুর পায় –
গাঁয়ের মেলায় যাচ্ছে খুকি,
নতুন পোশাক গায়।