কাজিরবাজার ডেস্ক :
এইচএসসির ও সমমানের ফলাফল মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে প্রকাশের উদ্যোগ নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ইতিমধ্যে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই রেজিস্ট্রেশন করা যাবে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে। এতে ফল প্রকাশের দিন ঘরে বসে মোবাইলেই মিলবে ফলাফল।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টেলিটক।
রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া
টেলিটকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। উদাহরণ
HSC Bord Name Roll Year|
প্রসঙ্গত, ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা করোনার কারণে বাতিল করা হয়। ফলে পরীক্ষা ছাড়াই জেএসসি ও এসএসসির ফলাফল গড় করে প্রকাশ করা হবে এইচএসসির ফল। জানুয়ারিতেই অধ্যাদেশ জারির কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ফল।