জগন্নাথপুরে ইউনিয়ন পর্যায়ে করোনা ভ্যাকসিন শুরু

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সারা দেশের ন্যায় ইউনিয়ন পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। প্রথম দিনে ৫৪০০ জনকে প্রদান করা হয় ভ্যাকসিন।
৭ আগষ্ট শনিবার জগন্নাথপুর পৌরসভার ১ থেকে ৩নং ওয়ার্ডের ৬০০ জনকে প্রদান করা হয়েছে করোনা ভ্যাকসিন। একই ভাবে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১ থেকে ৩নং ওয়ার্ডের ৬০০ জন, পাটলি ইউনিয়নের ১ থেকে ৩নং ওয়ার্ডের ৬০০ জন, মিরপুর ইউনিয়নের ১ থেকে ৩নং ওয়ার্ডের ৬০০ জন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১ থেকে ৩নং ওয়ার্ডের ৬০০ জন, রাণীগঞ্জ ইউনিয়নের ১ থেকে ৩নং ওয়ার্ডের ৬০০ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ১ থেকে ৩নং ওয়ার্ডের ৬০০ জন, আশারকান্দি ইউনিয়নের ১ থেকে ৩নং ওয়ার্ডের ৬০০ জন ও পাইলগাঁও ইউনিয়নের ১ থেকে ৩নং ওয়ার্ডের ৬০০ জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
এ সময় ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর সহ জনপ্রতিনিধি, সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।