জগন্নাথপুরে ২০০ পরিবারে ডেউটিন বিতরণ

18

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারে ডেউটিন বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ও মার্কেন্টাইল ব্যাংকের সহযোগিতায় ২৪ জুলাই রবিবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে বন্যা পরবর্তী পুনর্বাসন হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদপুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান দেবোজ্যিত মজুমদার রতন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মানব কল্যাণ সম্পাদক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিন্টু রঞ্জন ধর। বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, আবদুল কাদির, সালেহ আহমদ ছোট মিয়া, শায়েস্তা হোসেন কোরেশী, সৈয়দ শেফুল আমিন, সালাহ উদ্দিন, কালী কুমার রায়, ছালিক আহমদ পীর, জহুর মিয়া, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, সাবেক পৌর কাউন্সিলর সুহেল আমিন, আক্তার হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ এহসান আহমদ। পরে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ডেউটিন বিতরণ করেন অতিথিবৃন্দ।