মাধবপুরে লকডাউনে যানবাহন চলাচল করায় জরিমানা

20

মাধবপুর থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত যাত্রী নিয়ে ও গণপরিবহন যাতায়াত, স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় ভ্রাম্যমানে আইনে জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) মাধবপুর উপজেলায় বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে লকডাউন অমান্য করে গণপরিবহন যাতায়াত করায় দায়ে এবং স্বাস্থ্যবিধি না মেনে চলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ১৬টি মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন।
নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, করোনা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করছি। আসুন সবাই সরকারি নির্দেশনা মেনে চলি। নিজেদের এবং আপনজনদের সুরক্ষা নিশ্চিত করি।