হাটখোলা থেকে ধারালো অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

3

স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা পরিষদ নির্বাচনের আগের রাতে নগরীর জালালাবাদ থানা হাটখোলা থেকে ধারালো অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাটখোলা ইউনিয়নের পাইকরাজ গ্রামের চাঁন মিয়ার পয়েন্টে কতিপয় ডাকাত জড়ো হলে খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার একটি দল ডাকাতদের ধরতে রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যেতে চেষ্টা করে। তবে এসময় আলতা মিয়া আলতা (৫৫) নামের এক ডাকাতকে আটক করে পুলিশ। আলতা পাইকরাজ গ্রামের মৃত খুর্শিদ আলীর পুত্র।
এদিকে, পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পাইকরাজ গ্রামবাসী জুবেল (২৯) নামের আরেক ডাকাতকে পাকড়াও করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। জুবেল আলতা মিয়ার ছেলে। আটককালে আলতা ও জুবেলের কাছ থেকে দুটি রামদা এবং ১ চাকু জব্দ করে। পরে তাদের থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, গ্রামবাসীর গণপিটুনিতে আহত জুবেলকে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস (অতিরিক্ত দায়িত্ব, মিডিয়া) এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।