ড. মোমেনের শারীরিক অবস্থার উন্নতি

1

স্টাফ রিপোর্টার

সিলেটে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন। প্রথমে তাকে সিলেট সিএমএইচে এবং পরে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (১১ জুন) ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ড. মোমেন।
তার ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল বলেন, ‘বুধবার (১২ জুন) অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে আব্দুল মোমেনকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন সিএমএইচের চিকিৎসকরা।’
তিনি আরও বলেন, ‘সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার একটি অনুষ্ঠানে অংশ নেন। পরে টিলা ধসের স্থান পরিদর্শন করেন। সেদিন প্রচুর হেঁটেছেন তিনি। গরম আর ডায়াবেটিস মিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ডিহাইড্রেট হওয়ার কারণে তিনি অসুস্থ হয়েছেন। তবে আর কোনো সমস্যা আছে কি-না তা আজকের মধ্যে জানাবেন চিকিৎসকরা।’