কুলাউড়া থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় কঠোর লকডাউনের সময় বিধিনিষেধ অমান্য করায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন কার্যকরে উপজেলার ডিমাই বাজার, কেছরিগুল বাজার, পুরাতন বড়লেখা বাজার ও দরগাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান হয়।
অভিযানকালে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সহযোগীতা করেন। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।