হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৯৪ বস্তা চাল একটি রাইস মিল থেকে জব্দ করার ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৬ সেপ্টেম্বর) থেকে তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মলি¬কা দে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদারকে প্রধান করে খাদ্য কর্মকর্তা আবুল হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলামকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে দেন।
উল্লেখ্য গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মলি¬কা দে আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে আদনান রাইস মিলের গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৯৪ বস্তা সরকারি চাল জব্দ করেন। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়।