চার ল্যাবে আরও ৫৩৯ জনের করোনা শনাক্ত

3

কাজিরবাজার ডেস্ক :
সিলেটে বৃহস্পতিবার একদিনে ৫৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ৩১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৯০ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আর, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব ২৭ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, বৃহস্পতিবার শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ২৬ জন, সুনামগঞ্জ জেলার ৩৬ জন এবং মৌলভীবাজার জেলার ১০২ জন রয়েছেন।