সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত হাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
অধ্যাপক জাকির হোসেন এর ব্যক্তিগত ফেইসবুক স্ট্যাটাস থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশের তথ্যটি পাওয়া যায়। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। নবগঠিত প্রায় ২৬ বর্গকিলোমিটারের সীমানা সমৃদ্ধ বৃহত্তর সিলেট সিটি কর্পোরেশন উপহার দেওয়ার জন্য, সিটি কর্পোরেশনের আওতাধীন সকল সম্মানিত নাগরিকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও সিলেট- ১আসনের সাংসদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন মহোদয় সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং ব্যক্তিবর্গের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
একই সাথে নতুন অন্তর্ভুক্ত ২৫টি ওয়ার্ডের প্রতিজন নাগরিক সহ ২৭+২৫ সর্বমোট ৫২টি ওয়ার্ডের সকল সম্মানিত নাগরিকবৃন্দ-কে জানাই সালাম, আদাব ও অকৃত্রিম ভালবাসা। বৃহত্তর সিলেট সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে আমরা সকলেই এ পবিত্র ভূমির উন্নয়নের পাশাপাশি সকল নাগরিক সুবিধা পাওয়ার সমান অংশীদার। আসুন একটি উন্নত ও আধুনিক সুবিধা সম্মৃদ্ধ সিলেট সিটি কর্পোরেশন গড়তে সফল রাষ্ট্রনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের উন্নয়ন ও অগ্রযাত্রার রাজনীতিকে এগিয়ে নিতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আশা করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আমরা সকলে আমাদের নিজেদের অবস্থান থেকে শক্তিশালী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ্। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজ্ঞপ্তি