জেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়াঙ্গন সম্পর্কিত ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা

1

জেলা প্রশাসন সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর ব্যবস্থাপনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধনকৃত সিলেট জেলার ফুটবল একাডেমিসমূহের অংশগ্রহণে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৪-২৫ আয়োজন এবং ক্রীড়াঙ্গন সম্পর্কিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ২৯ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভার প্রারম্ভেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণঅভ্যুথ্থানে শাহাদত বরণকারী বীর শহীদদের রুহের মাগফেরাত ও আহত ছাত্র-জনতার দ্রæত আরোগ্য কামনা করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার উজ জামান এবং সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সভায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ক্লাবসমূহের কর্মকর্তাবৃন্দ, বাফুফে নিবন্ধিত সিলেট জেলার ফুটবল একাডেমিসমূহের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সাংবাদিকবৃন্দ, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এবং সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দসহ ক্রীড়াঙ্গন সম্পর্কিত প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সিলেট জেলার সকল ডিসিপ্লিনের খেলাধুলা সমূহ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দের সর্বাত্মক সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।