দিনমজুর পরিবারের একমাত্র সন্তান মাদ্রাসা পড়ুয়া নাবিউল হক (১১) ব্ল্যাড ক্যান্সারে (এপ্লাস্টিক এনিমিয়া) আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টাকার অভাবে থমকে আছে তার চিকিৎসা। দরিদ্র পিতা মোঃ ওদুদ ও মা নাছু বেগম একমাত্র ছেলেকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের উপর পাড়ার গোয়াইটুলার একটি মাদরাসার ২য় শ্রেণিতে পড়াশোনা করে নাবিউল। রমজান মাসের প্রায় ১৫ দিন পূর্বে হঠাৎ অসুস্থতাবোধ করলে চিকিৎসার জন্য সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ডাক্তারের পরামর্শে বিভিন্ন টেস্ট করালে ধরা পড়ে তার রক্তে ব্লাড ক্যান্সার।
চিকিৎসক জানিয়েছেন, রবিউলকে বাঁচাতে চিকিৎসা বাবৎ প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন। দিনমজুর অসহায় বাবা মোঃ ওদুদ মিয়া ও মা নাছু বেগমের পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। ছেলেকে বাচাঁতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। রবিউলকে সাহায্য করতে চাইলে মোঃ ওদুদ- যোগাযোগ ও বিকাশ নম্বর ০১৭৩৫৬১২৩৬৯। বিজ্ঞপ্তি