কাজিরবাজার ডেস্ক :
বাংলাদেশি হাঁড়িভাঙা আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই উপহারের মধ্যে স্নেহ মিশে আছে, এজন্য তিনি আপ্লুত বলে জানান।
বৃহস্পতিবার শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা বন্দোপাধ্যায় উল্লেখ করেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে।’
চিঠিতে তিনি লেখেন, ‘ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’
গত রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে এক ট্রাক হাঁড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে নিয়োজিত প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের আম গ্রহণ করে ভারতীয় প্রতিনিধির কাছে হস্তান্তর করেন।