নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে শোয়া কর্মসূচী

49

সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ৬ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২০ মিনিট শোয়া কর্মসূচীতে বক্তারা বলেন, সরকার বর্তমানে দেশের উন্নয়নে সর্বাত্মকভাবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠন ও দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তার ফলশ্র“তিতে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু সরকারের এই সাফল্যে একটি স্বার্থন্বেষী কুচক্রীমহল অসম্ভবভাবে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তারা তাদের ব্যক্তিগতভাবে অর্থ হাসিলের জন্য দ্রব্যমূল্যের দাম দিন দিন তীব্র থেকে তীব্রতর করছে। এসব চিহ্নিত কালোবাজারীরা খাদ্যপণ্য গোদামজাত করে অহেতুকভাবে খাদ্য সংকট দেখিয়ে প্রতিনিয়ত দাম বাড়িয়ে খাদ্যপণ্য বিক্রি করছে। এতে বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষ তাদের দিনকাল অতিবাহিত করতে রীতিমত হিমশিম খাচ্ছে। বক্তারা আরো বলেন, প্রতিদিন বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে যাচ্ছে। তাই এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে গুরুত্বসহকারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে যথাযথ দায়িত্বশীলতার মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে দ্রব্যের মূল্য নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অতীব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিভাগীয় আহ্বায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সদস্য সচিব হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ২০ মিনিট শোয়া কর্মসূচী পূর্ব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আশিক আহমদ। কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, বিশিষ্ট্য সমাজসেবক নুরুল ইসলাম চৌধুরী, বিভাগীয় আহ্বায়ক কমিটির প্রচার সচিব ফখরুল আল হাদী, দপ্তর সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন, প্রবাসী বিষয়ক সমন্বয় সচিব মোঃ বদরুল ইসলাম, বিভাগীয় কমিটির সদস্য মোঃ আব্দুল মুকিত, সিলেট মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ মুখলিছুর রহমান, সাংগঠনিক সচিব মোঃ মকবুল চৌধুরী, সদস্য মোহাম্মদ সাজ্জাদ খান, সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ সানোয়ার হোসেন, সাংগঠনিক সচিব মোঃ মিজানুর রহমান, সিলেট কল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দদের মধ্য থেকে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, আরাফাত হোসেন সোহাগ, মোঃ আলিম উদ্দিন, মোঃ কেরামত হোসেন, ইসমত ইবনে ইসহাক, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দদের মধ্য থেকে মহসিন উদ্দিন তালুকদার, মোঃ তাজ উদ্দীন, মোঃ আলিম, মোঃ সালমান আহমেদ, জমিরুল হক তালুকদার, আনহার চৌধুরী, মোঃ খালিক নূর, সাইফুল ইসলাম, আবুল হাসান ইমরান, আব্দুল্লাহ হাসনাত রাহি, আবুল কালাম, বিমল সিংহ, মোহাম্মদ আলী, মোঃ আব্দুস সালাম, সাংবাদিক মোঃ আজমল আলী, শেখ মোঃ রাহিম আহমদ ও ইকবাল হোসেন। বিজ্ঞপ্তি