ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের চেলা নদীতে যান্ত্রিক মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে নৌ পুলিশের অভিযানে ৪টি বোমা মেশিন আটকের ঘটনায় ইজারাদারদের হামলায় ওসি সহ ৬ নৌ পুলিশ আহত হয়েছে। ওসিসহ গুরুতর আহত ৩ পুলিশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে সোমবার নৌ পুলিশের সিলেট বিভাগীয় এসপি শম্পা ইয়াছমিন ও সুনামগঞ্জের এসপি মিজানুর রহমান আহত পুলিশ সদস্যদের দেখতে ছাতক হাসপাতালে ছুটে আসেন। নৌ পুলিশ ছাতক ফাঁড়ির ওসি মনজুর আলম জানান, ইজারাদার হাজী বুলবুল ও আলা উদ্দিনের নেতৃত্বে একদল লোক ৪টি নৌকা নিয়ে নৌ পুলিশের উপর অতকিত হামলা চালিয়ে তাদের নৌকা ডুবিয়ে দেয়। এতে তিনিসহ ৬ পুলিশ আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জানা যায় গত রবিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিয়ামত পুর গ্রামে সংলগ্ন চেলা নদীতে যান্ত্রিক মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪টি বোমা মেশিন আটক করে নৌ পুলিশ। পরে জব্দকৃত মালের সিজারলিস করায় সময় বোমা মেশিন আটকের খবর পেয়ে ইজারাদার হাজী বুলবুল ও আলাউদিনের নেতৃত্বে নৌ পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে ১১টি মোবাইল ফোন,৩টি হাতকড়া, জব্দকৃত মালামাল ও নৌ পুলিশের গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট হওয়ার অভিযোগ করেন নৌ পুলিশের এস আই হাবিবুর রহমান। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হামলাকারিদের বিরুদ্ধে মামলা প্রস্ততি চলছে।
নৌ পুলিশ এসপি শম্পা ইয়াছমান জানান ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, বিষয়টি সর্বোচ্চ মহলে অবগত করা হয়েছে।