স্টাফ রিপোর্টার :
এবারের ঈদুল আযহায় (কোরবানির ঈদ) সিলেটে পশুর কোন সংকট নেই। সিলেটে কোরবানির জন্য ১ লাখ ৫৮ হাজার ৮২৯টি পশু প্রস্তুত রয়েছে। গেল বছর সিলেটে ১ লাখ ৭২ হাজার পশু কোরবানি হয়েছিল জানিয়ে জেলা প্রাণী সম্পদ অফিস বলছে, সিলেটে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পশু আমদানির কোন প্রয়োজনীয়তা নেই।
জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্যানুযায়ী, সিলেটে ঈদুল আযহায় কোরবানির জন্য খামারি পর্যায়ে পশু অনেকটা বেড়েছে। জেলার ২৫৭৩টি খামারে ৫৮ হাজার ৮২৯টি গরু, ছাগল ও ভেড়া রয়েছে। তন্মধ্যে সবচেয়ে বেশি গরু। এছাড়া পারিবারিকভাবে সিলেটের বিভিন্ন গ্রামে ১ লাখের উপর গরু ও ছাগল পালন করা হয়েছে। এসকল পশু কেবল কোরবানির জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।
সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুস্তুম আলী বলেন, সিলেটে স্থানীয়ভাবে যথেষ্ট পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। করোনার কারণে এ বছর তেমন কোরবানি বাড়ার সম্ভাবনা কম। ভারত থেকে গরু আমদানির কোন প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করেন তিনি।