সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ বলেছেন, সমবায় আন্দোলন জোরদারের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো। নবীনরা আগামী প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশের আর্থ সামাজিক উন্নতিতে ব্যাপক অবদান রাখতে পারবে। আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়ীদের ভূমিকা অনস্বীকার্য। দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ সাধনে সমবায়ের বিকল্প নেই।
তিনি গতকাল ৭ নভেম্বর শনিবার সকালে রিকাবীবাজারস্থ সিলেট নজরুল অডিটোরিয়ামে ৪৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভাগীয় সমবায় দপ্তর সিলেট বিভাগ আয়োজিত ‘‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি সমবায়ীদের আরো বেশী উদ্বুদ্ধ করা ও দেশের আর্থ-সামাজিক উন্নতিকল্পে সরকারের নীতি অনুস্মরণ করে সমবায় অধিদপ্তরকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম ফেরদৌস, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি মোঃ আরিফ মিয়া। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা আলাউর রহমান ও গীতা পাঠ করেন শ্রী ভূপেশ বিশ্বাস। প্রতিবাদ্য বিষয়ের উপর স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক হাজারী। কবি ও আবৃত্তিকার মামুন সুলতান ও শাম্মী নাজ সিদ্দিকীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মুক্তিযোদ্ধা কল্যাণ বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের, সিলেট কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের শ্রী সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, ইষ্টার্ন মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ফরিদ আহমদ, সিলেট মহানগর শ্রমজীবী সমবায় সামিতির শাহ আলম, স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আফজাল আহমদ চৌধুরী, সূর্যের হাসি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি