মানবতা মুখি

7

রুস্তম আলী :

পৃথিবীতে অসংখ্য মানুষের দেখি আনাগোনা
তবে দৈনন্দিন জীবনে মানবতা মুখি কয়জনা?
স্বার্থপর মানুষ তো দেখি শুধু নিজের স্বার্থই বুঝে
দায় দায়িত্ব এড়িয়ে কেবল সবাই স্বার্থই খুঁজে।
বিবেক বিকৃত যেন সবার চক্ষু দুটি তাই অন্ধ
পরস্পরের প্রতিশ্বাসে ছড়াই প্রতি হিংসার গন্ধ।
দারিদ্র্য অক্ষম অসহায় দুখী মানুষের জন্য
সহানুভূতি দেখিয়ে মুখে তুলে দিতে চাইনা অন্ন?
অসহায় জীবনে তাদের দুখ্য কষ্টকে ভালোবেসে
তাদের ব্যাথর সমব্যাথি হয়ে কেউ থাকে না পাশে?
অনুতপ্ত হয়ে কেউ কারও আনে না চোখে জল
বরং কেড়ে নিতে চাই তাদের সঞ্চিত অর্থ সম্বল।