পথিক রূপে

26

রমজান আলী রনি

পাগল বলে জনে-জনে
নিন্দা করে যখন
মনের সুখে পথিক রূপে
ঘোড়ায় চড়ি তখন।

কাজল চোখে কত কিছুই
আঁধার কালো লাগে
স্বপ্নময়ী জীবন আমার
পাগল অনুরাগে।

পাড়ায়-পাড়ায় বেড়াও তুমি
আমায় চিনো কতো?
আসমানে চাঁদ তারা যেমন
পথিকও ঠিক ততো!

পথিক রূপে পাগল আমি
নিন্দা করে বলো
পরোজনম বৃথা তোমার
পথিক রূপে চলো?