সেলিম আহমদ কাওছার :
কবর তোমার কেমন হবে
আছে কি স্বরণে?
যেঁথায় তোমার বসত হবে
হায়রে মরণে।
এই দুনিয়ায় চিরস্থায়ী
কেহ-ই রবে না
আছে কিরে কবর নিয়ে
তোমার ভাবনা?
মরার পরে থাকবে তুমি
ভাই রে কবরে!
হাশর মাঠের আগে সেথায়
হাজার বছরে।
কেমন করে কাটবে তোমার
কবরের জীবন
ভাবছো কিরে?
তুমি ওরে সেই কবরের ক্ষণ।
পাঁকাকোঠা দালান বাড়ি
রঙিলা সেই নারী
জান কি রে ইহা তুমি
সব-ই যাবে ছাড়ি।
দ্বীনদুনিয়ার মোহে তুমি
পড়ে থেকো না
জাগাও মনে ভাইরে তুমি
কবর ভাবনা।
চাঁওরে যদি কবর হবে
জান্নাতি বাগান
ধর্মে কর্মে সদা তবে
হওরে আগুয়ান।।