এম মনজুরুল ইসলাম :
শুনেছি,
সে এখন একটি মাংসল জ্যোৎ¯œার জন্য ভিসুভিয়াসে দাঁড়িয়ে জ¦ালিয়ে
দেয় তার বুক ও পাঁজর। স্মৃতিভুক একটি উন্মুক্ত ‘তুমি’র
জন্য বৃষ্টিতে ভেজায় তার প্রিন্টেড ম্যাক্সি
এবং ভিতরকার তাবৎ বর্বর
নিঃশ^াস…
শুনেছি,
তার চোখ এখন সবসময় খুঁজে ফেরে ভালোবাসার চার
দেয়াল। যে দেয়াল তাকে ভালোবাসতে বলে
অনবরত, ভালোবাসতে বাসতে হতে
বলে শরতের শুভ্র
আকাশ…
শুনেছি,
আমাকে দেখার জন্য সে এখন আদিম আলিঙ্গনে মেতে উঠে
ক্লান্ত হয়। সুতরাং আমিও তার জন্য দাঁড়কাক
হয়ে বসে থাকি, বসে থাকতে থাকতে
হাঁটতে শুরু করি শোকাগ্নিময়
যুবতী প্রেমিকাদের
স্বাধীনতম
গুহা পথে…