কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখলাছুর রহমানের বিরুদ্ধে স্কুলের তৃতীয় শ্রেণীর শিশু এক ছাত্রীকে বেত্রাঘাত করে রক্তাক্ত জখমের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে শিক্ষার্থীর পিতা জুনেদ আহমদ বাদী হয়ে দরখাস্ত দায়ের করেছেন।
অভিযোগে জানা যায় ১৪ নভেম্বর শিক্ষক এখলাছুর রহমান ক্লাস চলাকালিন সময়ে তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী সুতারগ্রামের জুনেদ আহমদের মেয়ে সাদিয়া সুলতানা কে পড়া রিডিং পাঠ করতে না পারার কারনে দুই হাতে উপর্যপুরি বেত্রাঘাত করে রক্তাক্ত জখম করেন এই শিক্ষক। পরে আহত শিক্ষার্থী সাদিয়া সুলতানাকে তার পিতা জুনেদ আহমদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন এবং এ ঘটনায় সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের বরাবরে শিক্ষক এখলাছুর রহমানের বিরুদ্ধে দেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষক এখলাছুর রহমান কর্তৃক মডেল স্কুলের এক শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ তদন্তাধীন রয়েছে। নির্বাহী কর্মকর্তা বারিউল করিম স্যার প্রশিক্ষণ জনিত কারণে ভারতে রয়েছেন। তিনি কর্মস্থলে আসার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।