রোটারি বর্ষ ২০২১-২২কে স্বাগত জানিয়ে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের ৩টি প্রজেক্ট সম্পন্ন

5
রোটাবর্ষ ২০২১-২২ কে স্বাগত জানিয়ে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগে নগরীর গাজী বুরহান উদ্দীন মাদ্রাসা ও এতিমখানায় মাদ্রাসার অসহায় ছাত্রদের মধ্যে খাবার ও মাস্ক বিতরণ এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

রোটাবর্ষ ২০২১-২২ কে স্বাগত জানিয়ে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগে নগরীর গাজী বুরহান উদ্দীন মাদ্রাসা ও এতিমখানায় মাদ্রাসার অসহায় ছাত্রদের খাবার ও মাস্ক বিতরণ এবং মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) এই তিন প্রকল্পের মধ্য দিয়েই নতুন রোটাবর্ষকে স্বাগত জানান রোটারিয়ানরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি লে.কর্নেল. (অব:) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট ট্রেইনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট ডেপুটি ট্রেইনার রোটা: একে এম শামছুল হক দিপু এবং এসিসট্যান্ট গভণর রোটা: পিপি আমিনুর রহমান শিবলু।
ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটা: এড. মো: আব্দুল হাফিজ, সেক্রেটারি রোটা: রাশেদুজ্জামান রাশেদ আর এফ এস এম, ট্রেজারার রোটা: এড. কাজী মোশাররফ রাশেদ এবং রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রো: আবুল বশর সাকু প্রমুখ। বিজ্ঞপ্তি