সুনামগঞ্জে বয়স্ক ভাতা ও মৃত সদস্যদের সৎকার বাবদ নগদ অর্থ বিতরণ

11

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় প্রবীণ কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা ও মৃত সদস্যদের সৎকারের নগদ অর্থ বিতরণ করেছে এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। ২৭ জুন রবিবার বিকাল আড়াইটায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁওস্থ শাখা কার্যালয়ে সংস্থার আওতাভূক্ত বিভিন্ন উপকারভোগী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে আনুষ্ঠানিকভাবে পৃথক কর্মসূচিগুলোর নগদ অর্থ বিতরন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। সংস্থার সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ গোলাম এহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পদক্ষেপ এর সুরমা শাখার সমন্বয়কারী মোঃ মতিউর রহমান, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ আলমগীর হোসেন,সদর ব্রাঞ্চ ম্যানাজার মোঃ কামরুজ্জামান,ব্রাঞ্চ ম্যানাজার মোঃ মতিউর রহমান, প্রবীণ কর্মসূচির সভাপতি স্থানীয় প্রবীণ শিক্ষক আব্দুছ ছোবহান মাস্টার ও সুরমা ইউপি সদস্য মোঃ আবুল হোসেনসহ বিভিন্ন উপকারভোগীরা।
আলোচনা সভা শেষে ১০০ জন প্রবীণ সদস্যদেরকে ৩০০০ টাকা করে ৩ লক্ষ টাকা নগদ অর্থ ও ৮ জন মৃত প্রবীণ সদস্যদের পরিবারকে ২ হাজার টাকা করে ১৬ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়। অনুদান বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র নাদের বখত।