জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফল রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৩ জুন বুধবার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবাীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শালিসি ব্যক্তি শহিদুল ইসলাম বকুল, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, আওয়ামীলীগ নেতা বখতিয়ার উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ডা.ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক ক্রীড়া সম্পাদক মকছুদ কোরেশী, উপজেল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, হুমায়ূন আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী বাবু, সৈয়দ জিতু মিয়া, পাটলি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সহ-সভাপতি তোফায়েল আহমদ, ছাত্রলীগ নেতা মতিউর রহমান, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম-আহবায়ক কামরান আহমদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।