বরইকান্দি ইউনিয়নে করোনাকালীন ১ হাজার করে ৩৭৫ জনের মধ্যে অনুদানের টাকা প্রদান

6
২নং বরইকান্দি ইউনিয়নে করোনাকালীন (জিআর) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের হতে ১ হাজার করে ৩৭৫ জনের মধ্যে অনুদানের টাকা প্রদান করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন।

দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে করোনাকালীন (জিআর) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের হতে ১ হাজার করে ৩৭৫ জনের মধ্যে অনুদানের টাকা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল থেকে প্রতিটি ওয়ার্ডের জনগণের হাতে এ অর্থ তুলেদেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সেলিমোর রহমান, ট্যাগ অফিসার বিজিত কুমার আচার্য, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম মাছুম, ইউপি সদস্য আশিকুর রহমান, এহসানুল হক ছানু, শরীফ আহমদ, এনাম উদ্দিন, জাবেদ আহমদ, মোঃ লয়লু মিয়া, কামাল আহমদ, সৈয়দ মুমিনুর রহমান সুমিত, মাহমুদা ইসলাম চৌধুরী, হুসনে আরা বেগম, চেয়ারম্যানের ছেলে রায়হান হোসেন, রুম্মান হোসেন, রাহাত হোসেন, ইউনিয়ন পরিষদের সহকারী মোঃ হাসিব হোসেন, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা বিপ্লব মালাকার, আসমা আক্তার রানী, আলী আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন বলেন, বরইকান্দি ইউনিয়ন পরিষদ একটি মডেল ইউনিয়নে রূপ নিয়েছে। এ ইউনিয়ন পরিষদে দুর্নীতির কোন স্থান নেই। সরকারের পক্ষথেকে যা বরাদ্দ আসে সঠিক ভাবে জনগণের উন্নয়নে ব্যয় করা হয়। আগামী দিনেও বরইকান্দি ইউনিয়নের সুনাম ধরে রাখতে এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি করোনা মহামারীতে সরকার ঘোষিত সকল নিয়মনিতী, স্বাস্থ্য বিধি, মেনে চলার আহবান জানান সকলের প্রতি।
হাবিব হোসেন চেয়ারম্যান সরকারী অনুদান ৩ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও জনসাধারণের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন। বিজ্ঞপ্তি