কাজিরবাজার ডেস্ক :
সরকার দেশে ‘লুটেরা অর্থনীতি’ চালু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ৫০ বছরের অর্জন এই সরকার শেষ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আয়োজনে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ইতিহাসের ধ্রুব তারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বইটিতে জিয়াউর রহমানের নিজের লেখা তিনটি প্রবন্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষকের লেখা স্থান পেয়েছে। সংকলিত গ্রন্থটির প্রকাশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। এর প্রচ্ছদ এঁকেছেন মো. ইসরাফিল প্রামানিক রতন। ২০০ পৃষ্ঠার গ্রন্থের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা।
বিএনপি মহাসচিব বলেন, ‘পঞ্চাশ বছরে আমরা যত অর্জন করেছিলাম এই সরকার সব কিছু শেষ করে দিয়েছে। আমাদের শিক্ষা শেষ করেছে, আমাদের স্বাস্থ্য শেষ করেছে, আমাদের অর্থনীতিকে শেষ করেছে। একটা লুটেরা অর্থনীতি চালু করেছে, সম্পূর্ণ লুটেরা অর্থনীতি। ’
মির্জা ফখরুল বলেন, সুইজারল্যান্ডে বাংলাদেশিদের অ্যাকাউন্টস বাড়ছে অনেকভাবে। আপনার কানাডা, মালয়েশিয়াকে সেকেন্ড হোম তৈরি হচ্ছে। কাদের এসব? আমি নাম বলছি না, তিনি এখানেই (অনুষ্ঠান) আছেন, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকেন। ওখানে যতগুলো প্লট আছে তার অর্ধেকই না কি তারা (ক্ষমতাসীনরা) নিয়ে গেছে। কাদের লোকেরা নিচ্ছে? এরকম অবস্থা সব জায়গাতে।’
বর্তমান অবস্থাকে ‘বড় সংকট’ হিসেবে অভিহিত করে এর থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসান হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘ওরা (সরকার) গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচার প্রচারণা করছে, ইতিহাসকে বিকৃত করছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা হচ্ছেন সবচাইতে সচেতন শ্রেণির পেশাজীবী। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, গোটা জাতিকে তৈরি করতে হবে, আপনাদের ভবিষ্যৎ বংশধরদের তৈরি করতে হবে এবং লাখো সৈনিক তৈরি করতে হবে। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করে এই বড় সংকট থেকে কাটিয়ে উঠি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, গণতন্ত্রকে মুক্ত করি এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা শিক্ষকদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘আমরা যারা শিক্ষক রাজনীতির সঙ্গে কিছুটা পরিচিত আছি তারা জানি যে, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে যারা বিশ্বাস করেন তাদের সম্মিলিত একটা সংগঠন সাদা দল। আমার কা্ছে যেটা মনে হয় যে, একেবারে দলীয় সংগঠনের পরিণত হওয়াটা বোধহয় খুব একটা ভালো হবে না। দলের জন্য হবে না, নিজেদের জন্য হবে না, রাজনীতির জন্যও হবে না। আপনারা সাদা দল জিন্দাবাদ দেন, সাদা দলের রাজনীতিকে জিন্দাবাদ দেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে জিন্দাবাদ দেন, জিয়াউর রহমানকে জিন্দাবাদ দেন। কিন্তু বিএনপির মধ্যে একেবারে লীন হয়ে যাইয়েন না।’
জিয়াউর রহমানকে একজন বিপ্লবী নেতা হিসেবে আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ছাত্র ইউনিয়নের সভাপতি ফখরুল বলেন, ‘আমরা একসময় শপথ নিয়েছিলাম ছাত্রজীবনে, সমাজ পাল্টিয়ে দেবো, বিপ্লব করবো। কিন্তু বিপ্লবটা করেছেন জিয়াউর রহমান। এত অল্প সময়ের মধ্যে সব কিছু পাল্টিয়ে দিয়েছেন, মানুষের চিন্তাগুলোকে পাল্টিয়ে দিয়েছেন।’