মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব না মানায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে পৌরশহরে বিভিন্ন মার্কেটে এই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। অভিযানের সময় সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে সরকারের অনুমতিতে গত ১০ মে বড়লেখায় ব্যবসায়ীরা বিপণিবিতান ও দোকানপাট খুলেন। কিন্তু অনেকেই সরকারের দেওয়া স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা না মেনে মালামাল বিক্রি করছিলেন। খবর পেয়ে সোমবার বিকেলে কয়েকটি মার্কেটে অভিযানে নামেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এসময় তিনি সরকারী নির্দেশনা অমান্য করায় ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন।
এর আগে গত সপ্তাহে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা পবিত্র রমজান ও ঈদুল ফেতর উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পৌরশরের বিভিন্ন খুচরা ও পাইকারী দোকানে অভিযান চালান। এসময় ৬ ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়।