মোঃ আশরাফুল ইসলাম (নয়ন) :
আমার লেখা কাব্য শুনে
কিছু মানুষ হিংসা করবে,
তিরস্কার করবে আঙ্গুল তুলে।
হয়তো তাদের মাঝে থেকে,
তাড়িয়ে দিবে আমাকে।
একা চলবো এই ভূবনে
তবু লেখবো কাব্য যতন করে।
আসবো আবার আসবো ফিরে,
সেদিন আসবো প্রকৃতির ডাকে,
যাবো তবু কাব্য লেখে।
এই সুন্দর ধরণীর বুকে,
রবী ঠাকুর বলে গেছে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো একলা চলো রে।
সেই কথাটাই বারবার পড়ে মনে
নির্লজ্জর মতো আসবো ফিরে।
মানুষের হৃদয়ের মাঝে
জায়গা যদি না হয় অবশেষে।
প্রকৃতি আমায় স্থান দিবে,
লেখবো আমি কাব্য সেই আসে,
আমার হৃদয়ের অনুভূতি দিয়ে।
পৃথিবীতে যতদিন থাকি বেঁচে,
লেখে যাবো কাব্য ভালোবেসে,
মন-প্রাণ সবটুকু উজার করে দিয়ে।
আমি আনন্দ পাই কাব্যের মাঝে।