আলসেমি

4

কনক কুমার প্রামানিক :

সুখ বড় নিত্যসাথী
বড্ড তার বাহার,
পিছু পিছু থাকে সদা
নিদ্রা কিবা আহার।

সুখের নৌকায় ভাসে
সকাল আর সাঁঝে,
বসেনা আর এ মন
কোন রকম কাজে।

ছুটি দিয়ে কাজগুলো
কাটাই বসে বসে,
রং তামাসার জীবন
কাটে যে হেসে হেসে।

বড্ড বড় আশা ছিল
জীবনটাকে নিয়ে,
থেমেছে যে মাঝপথে
বিপদ আসে ধেয়ে।