স্টাফ রিপোর্টার :
বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি ব্যবসা-প্রতিষ্ঠান ও করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনকেসহ সর্বমোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত বুধবার বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে।
র্যাব জানায়, ২ জুন সকাল ১০টা হতে দুপুর দেড় টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, লেঃ কমান্ডার নাহিদ হাসান এবং এএসপি সোমেন মজুমদার এবং আমিরুল ইসলাম মাসুদ, (সহকারী পরিচালক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট) এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স সহ এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি সংক্রান্ত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, একই দিন সকাল সাড়ে ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এবং মোঃ শফিকুল ইসলাম (সহকারি পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জ) এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়াবাজার এলাকায় ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি সংক্রান্ত অপরাধ বিরোধী একটি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে ২ জুন সাড়ে ১১টা হতে বেলা ২টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্পে) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি ওবাইন এবং মোঃ জাহাঙ্গীর আলম (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সিলেট) এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স সহ এসএমপির বিভিন্ন থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি সঠিক ভাবে না মানায় ৩জন ব্যক্তি কর্তৃক ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পৃথক পৃথক অভিযানের আদায়কৃত জরিমানা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।