ওসমানী হাসপাতাল থেকে ৯ দালাল গ্রেফতার

27

স্টাফ রিপোর্টার :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৯ দালালকে গ্রেফতার করেছে লামাবাজার পুলিশ ফাঁড়ি। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। তবে
গ্রেফতারকৃতরা হচ্ছে, গোলাপগঞ্জ থানার বুধবাড়ী বাজার এলাকার কালীজুড়ি গ্রামের মৃত মো: হাজী তাহির আলীর পুত্র বর্তমানে নগরীর দক্ষিণ কাজলশাহ ৬৮ নং বাসার বাসিন্দা মো: হাজী আমির আলী (৩৩), বিশ্বনাথ থানার দক্ষিণ মিরেরচর গ্রামের গৌউস আলীর পুত্র বর্তমানে নগরীর ঘাসিটুলার বাসিন্দা সোহেল (৩৬),নগরী পশ্চিম কাজলশাহ ৩০ নং বাসার লাভলু মিয়ার পুত্র তামিম আহমদ (৩০), নগরীর দক্ষিণ কাজলশাহ ১৫৯ নং বাসার মৃত মোজাম্মেল আলীর পুত্র মো: কামাল আহমদ (৪৭), জালালাবাদ থানার আলীনগর পালপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র মো: জালাল উদ্দিন (২৮), সুনামগঞ্জ সদর থানার হালুয়ারঘাটের মৃত রফিকুল ইসলামের পুত্র বর্তমানে নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা শাহীন আহমদ (৩০), জকিগঞ্জ থানার মাইজকান্দি গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র নগরীর মজুমদারপাড়ার বাসিন্দা আবুল কালাম (২৮), বালাগঞ্জ থানার করচারপাড়ের মৃত জামাল উদ্দিনের পুত্র কর্তমানে শহরতলীর সাহেববাজার এলাকার বাসিন্দা সালেহ আহমেদ (৩৪) ও মেহেলপুর জেলার গাংনী থানার বানিয়াপুকুর গ্রামের মো: বাদলের পুত্র বর্তমানে নগরীর মেডিকেল এলাকার বাসিন্দা মো; রাকিবুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিঃ)/টি.এম. আল-আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী থানার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ৯ (নয়) জন দালালকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দালালরা দীর্ঘদিন যাবৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডস্থ বিভিন্ন ফার্মেসীর দালাল হিসেবে হাসপাতালে বিভিন্ন সময়ে যাতায়াত করে বিভিন্ন অসাধু পন্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে বিভিন্ন কৌশলে তাদের প্রতারণার ফাঁদে ফেলে এবং বিভিন্ন ভাবে প্রলুদ্ধ করে হাসপাতাল থেকে সুযোগ সুবিধা দেওয়ার নাম করে এবং তাদের সহিত সংশ্লিষ্ট বিভিন্ন ফার্মেসী থেকে বাকীতে ঔষধ প্রদান করে নিরীহ চিকিৎসা প্রার্থী লোকদের টাকা পয়সা হাতিয়ে নেয় মর্মে জানা যায়। গ্রেফতারকৃত দালালদের গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।