গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
উৎসব মুখর পরিবেশে গোলাপগঞ্জ উপজেলার দু’ইটি ইউনিয়নের ২টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন। বৃহস্পতিবার গোলাপগঞ্জ সদর ইউপির ১নং-ওয়ার্ড ও শরিফগঞ্জের মেহেরপুর ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়। সদর ইউনিয়নের ১-নং ওয়ার্ডে সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে ৩৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক মেম্বার ফারুক আহমদ ও শরিফগঞ্জ মেহেরপুরে আলিকুজ্জামান বাবুল মোরগ প্রতীক নিয়ে ৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ১-নং ওয়ার্ডে ১৩৬৮টি ভোটের মধ্যে কাস্ট হয় ৯৩২ ভোট এবং শরিফগঞ্জের মেহেরপুর ওয়ার্ডে ১৫৭৫ ভোটের মধ্যে কাস্ট হয় ১০৩৩ ভোট। গোলাপগঞ্জ সদর ইউনিয়নের অন্যান্য প্রার্থীরা পেয়েছেন হাজী আব্দুর রাজ্জাক (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৩৪৫ ভোট,অলি আহমদ বাদল (ফুটবল) প্রতীক নিয়ে ১১১ ভোট, ইয়াকুব শরিফ (ক্রিকেট বেট) প্রতীক নিয়ে ৪০ ও খন্দকার হেলাল আহমদ (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭। শরিফগঞ্জের মেহেরপুরে দুদু মিয়া (তালা) প্রতীক নিয়ে ৩৬৯ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেছেন ও আলীম উদ্দিন (টিউবওয়েল) প্রতীক নিয়ে ২৬৭ ভোট পান। সকাল থেকেই নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা জোরদারে ছিল র্যাব-৯,বিশেষ গোয়েন্দা সংস্থার পুলিশ, মোবাইল-১ ও থানা পুলিশ। র্যাব-৯ এর ৫/৬জন অফিসারসহ ২৪/২৫জন সদস্য ছিলেন এবং সিলেট থেকে আসা ১-প্লাটুন বিশেষ পুলিশ ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ভোট প্রয়োগের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার থাকায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী গোয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১নং ওয়াডবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ও শরিফগঞ্জের মেহেরপুর ওয়ার্ডবাসী ১নং মেহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি সেন্টারেই ভোট গণনা সম্পন্ন হয় বিকাল সাড়ে ৪টায়।