শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের ওয়ার্কশপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (৩১ মে) দুপুর ১টায় একাডেমিক ভবন- সি সংলগ্ন টিলার সামনে এ ওয়ার্কশপ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নয়টি বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে। আরো পনেরটি ভবনের কাজ শীঘ্রই শুরু হবে। দেশের বিশ^বিদ্যায়গুলোর মধ্যে অবকাঠামোগত উন্নয়নে শাবি রোল মডেল। যেহেতু সিলেট অঞ্চলে ভূমিকম্পের আশংকা রয়েছে, তাই অন্যান্য ভবনগুলোর মতো এ ভবনেরও পাইলিং যাতে ভালো হয় সেদিকে লক্ষ রাখতে হবে। পাশাপাশি ইট, রড, সিমেন্ট, বালু ইত্যাদির গুণগত মান নিশ্চিত করতে হবে। এ কাজের শুরু থেকে শেষদিন পর্যন্ত গুনগত মানের দিকে লক্ষ রাখতে হবে। দুর্নীতি যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে সেজন্য প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
উদ্বোধনকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।