আমরা আবার রুখে দাঁড়াব – মির্জা ফখরুল

38

কাজিরবাজার ডেস্ক :
ভোটে বিপর্যয়ের ঘটনায় বিচলিত না হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আমাদের কিছুই শেষ হয়নি। আমরা আবার রুখে দাঁড়াব।
শনিবার বিকালে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে মত বিনিময়সভায় ফখরুল একথা বলেন। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর প্রথম এই ধরনের আয়োজনে বক্তব্য রাখলেন তিনি।
দলীয় নেতা-কর্মীদের বিএনপি মহাসচিব বলেন, ক্ষোভ হয় না? রাগ হয় না? উত্তেজনা হয় না? রুখে দাঁড়াতে পারি না আমরা? সেই রুখে দাঁড়াতে হবে। এই একটা সুযোগ আমরা সৃষ্টি করতে চেয়েছিলাম নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলন তৈরি করে আমরা তাদেরকে পরাজিত করতে। তাই বলে কি সব শেষ হয়ে গেছে? হয়নি। কিছুই শেষ হয়নি। আমরা আবার রুখে দাঁড়াব শৃঙ্খলাবদ্ধ হয়ে। আমার যে বোনকে ধর্ষণ করা হয়েছে এর প্রতিশোধ নেব। আমার যে ভাইয়ের ঘর পুড়ানো হয়েছে তার প্রতিশোধ আমরা নেব। শৃঙ্খলাবদ্ধ হয়ে সকলে উঠে দাঁড়ান, বিজয় হব ইনশাআল্লাহ।
ক্ষমতাসীনদের পরাজিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘এরা (সরকার) চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। এরা ইতিমধ্যে জনগণের শত্রু হয়ে গেছে। সুতরাং তাদেরকে পরাজিত করতে আপনাদের যা প্রয়োজন তা শুধু ঐক্য, ঐক্য, ঐক্য। জনগণের ঐক্যের মধ্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারব ইনশাআল্লাহ।’
ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার এক নারীকে দেখতে এই জেলায় যান ফখরু। পরে মতবিনিমিয় সভায় বলেন, ‘একাত্তর সালের ২৫ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের ওপর হায়নারের মতো ঝাঁপিয়ে পড়েছিল। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর এই বাংলাদেশে একটি সরকার তার সমস্ত প্রশাসনকে নিয়ে ওই বাংলাদেশের মানুষের ওপর ঠিক একই কায়দায় হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল এবং আমাদের যে অধিকার সেই অধিকার তারা কেড়ে নিল। আমরা বাধা দিতে পারিনি।’
নির্বাচনের দিন জনগণ কেন বাধা দেয়নি তারও ব্যাখ্যা দেন বিএনপি মহাসচিব। বলেন, ‘যে কথা আমরা বার বার বলেছি, বার বার বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে বলেছি- জেগে উঠুন, আপনাদের অধিকার রক্ষা করুন। আমরা রক্ষা করতে পারিনি। কেনো পারিনি আমরা? পারি নাই এজন্যে যে আমরা সুশৃঙ্খল নই। আমরা মরার আগেই মরে যাচ্ছি।’
নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সব রকমের আইনি সহযোগিতা দিতে নোয়াখালীর আইনজীবীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।